Home » » নাছিরের গলায় মালা পরালো হাতি

নাছিরের গলায় মালা পরালো হাতি

Written By Unknown on বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫ | ১২:২৫ AM

নাছিরের গলায়
মালা পরালো
হাতি
সিনিয়র করেসপন্ডেন্ট,
বাংলামেইল২৪ডটকম
চট্টগ্রাম : মায়ের পছন্দে হাতি প্রতীক
পেতে রীতিমত ভোটের আগে তিনি
সোলায়মান আলম শেঠের সাথে
দিয়েছেন ভাগ্য পরীক্ষা। সেই
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাতি প্রতীক
পেয়েছেন আ জ ম নাছির। সেই হাতি
প্রতীক নিয়ে দীর্ঘ ২২ দিন বিরামহীন
প্রচারণায় ছুটে চলেছেন নগরীর এই
প্রান্ত থেকে ওই প্রান্ত। এই গলি
থেকে ওই গলিতে। ৩৬ দফার নজরকাড়া
ও বাস্তব ভিত্তিক প্রতিশ্রুতিতে
ভরিয়েছেন ভোটারদের মন। ভোট
নিয়ে বিরোধী পক্ষের সমালোচনা
থাকলেও চূড়ান্ত ফলাফলে প্রায় এক
লক্ষ ৭০ হাজার ৫৪২ ভোটের ব্যবধানে
হারন সাবেক মেয়র মনজুর আলমকে।
বুধবার ভোররাতে আনুষ্ঠানিকভাবে
ফলাফল ঘোষণার পর থেকেই নতুন
নগরপিতার আন্দরকিল্লার বাসভবনে
ভোর থেকেই লেগে ছিল হাজারো
নেতাকর্মীও দীর্ঘ সারি। ফুল আর
মিষ্টিতে ভরে উঠেছিল নাছিরের
বাসভবন। নেতাকর্মী-অনুসারী ও
শুভার্থীদের ভালোবাসায় সিক্ত
হতে হতে বুধবার দুপুরে তিনি
পেয়েছেন অন্যরকম এক ভালোবাসা।
তার দীর্ঘ দিনের রাজনৈতিক শীর্ষ
কেন্দ্রিয় আওয়ামী লীগের প্রচার
সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান
মাহমুদ গুরুকে দিয়েছেন রাজকীয় এক
সম্মান।
বেলা ১২টায় একটি হাতি, প্রায় ৫০টি
মোটরসাইকেল ও ৫টি মিনি ট্রাক
নিয়ে ঢাকঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণ
শোভাযাত্রার মধ্য দিয়ে প্রিয়া
কমিউনিটি সেন্টারের সামনে
নাগরিক কমিটির কার্যালয়ের সামনে
আসেন ড. হাছান মাহমুদ। এসময়
নেতাকর্মীরা আ জ ম নাছিরকে
অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান
দিতে থাকে।
নাগরিক কমিটির কার্যালয়ের সামনে
হাতি প্রতীকের প্রার্থী আ জ ম
নাছিরকে একটি জ্যান্ত হাতির
মাধ্যমে ফুলের মালা গলা পড়ানো হয়।
সংবর্ধনার জবাবে আ জ ম নাছিরও
হাতিকে ফুলের মালা উপহার দেন।
এসময় হাতি শুঁড় তুলে চট্টগ্রামের নতুন নগর
পিতাকে অভিবাদন জানায়।
এসময় আ জ ম নাছির বলেন, ‘আমি
জনগণের কাতারের মানুষ। নগরপিতা
হিসেবে নয়, আমি সেবক হয়ে চট্টগ্রাম
নগরীর উন্নয়ন করতে চাই। নগরবাসী
আমাকে যে সম্মান দিয়েছে তা আমি
অক্ষরে অক্ষরে পালন করব। নগরবাসীর
উন্নয়নে নিজেকে বিলিয়ে দিব
ইনশাল্লাহ।’
সংবর্ধনা অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ
বলেন, ‘চট্টগ্রামের মানুষ নির্বাচনকে
উৎসবে পরিণত করেছেন। ভোটারদের
আনন্দ ও উচ্ছ্বাসের জবাব হিসেবে আ জ
ম নাছিরকে হাতি দিয়ে রাজকীয়
সংবর্ধনা দেওয়া হয়েছে। কারণ হাতি
হচ্ছে উন্নয়ন ও যোগ্য নেতৃত্বের প্রতীক।
প্রাচীনকালে হাতিতে রাজা
বাদশারা চলাচল করতো। আ জ ম
নাছিরও এখন চট্টগ্রামের রাজা। তার
হাত ধরেই চট্টগ্রাম মেগাসিটিতে
পরিণত হবে।’

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন