Home » » এবার কংগ্রেসের বিরোধিতায় পিছিয়ে যাচ্ছে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন

এবার কংগ্রেসের বিরোধিতায় পিছিয়ে যাচ্ছে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন

Written By Unknown on শুক্রবার, ১ মে, ২০১৫ | ১০:২৫ PM

এবার কংগ্রেসের
বিরোধিতায় পিছিয়ে
যাচ্ছে স্থল সীমান্ত চুক্তি
বাস্তবায়ন
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
নয়াদিল্লি: এবার কংগ্রেসের
বিরোধিতায় আরেক দফা পিছিয়ে
যাচ্ছে বাংলাদেশ-ভারত স্থল
সীমান্ত চুক্তি বাস্তবায়ন।
বিজেপি আসামকে চুক্তি থেকে বাদ
দেয়ায় বিরোধী দল কংগ্রেস এই
বিলের জোর বিরোধিতা শুরু
করেছে।
বর্তমান বাজেট অধিবেশনের শেষ
দিকে ৫ মে বিলটি রাজ্য সভায়
উত্থাপনের পরিকল্পনা ছিল সরকারের।
কিন্তু আসামকে বাদ দেয়ার খবরে
কংগ্রেস এর বিরোধিতা শুরু করেছে।
তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গসহ কয়েকটি
রাজ্য বিলটিতে অন্তর্ভুক্ত হলে
কংগ্রেস শাসিত আসামকে বাদ দেয়া
হয়েছে।
আগামী বছরের শুরুতে আসাম
বিধানসভার নির্বাচনে রাজনৈতিক
সুবিধা পাবার আশায় রাজ্য বিজেপি
নেতৃত্ব আসামকে স্থল সীমান্ত চুক্তির
বাইরে রাখার জোর দাবি জানাচ্ছে।
হিন্দু জাতীয়তাবাদী বিজেপি
বাংলাদেশের সাথে ভূমি
বিনিময়কে দৃশ্যত পরাজয় হিসেবে
দেখছে।
কংগ্রেস বলছে, সংবিধান
সংশোধনীতে আসামকেও অন্তর্ভুক্ত
করতে হবে।
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত
চুক্তিতে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও
মেঘালয় রাজ্যকে অন্তর্ভুক্ত করেছে
ভারত।
দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ ও
ভারতের মধ্যে যে চুক্তি হয়েছে
তাতে আসামের ২৬৮ একর জমি
বাংলাদেশকে ছেড়ে দিতে হবে।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের
তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন
সিংয়ের বাংলাদেশ সফরকালে স্থল
সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় যে সফরে
যোগ দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী
তরুণ গগৈই।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন