স্বামীর বয়স ৩৫, স্ত্রীর
মাত্র ৬ !ছয় বছরের শিশুর বিয়ে ।
এ বয়সে ভালো করে
কলমই ধরতে পারে না- বড় একটি
সংসারের হাল ধরবে কীভাবে?
বাল্যবিবাহ আর কুসংস্কারের
জাঁতাকলে ওই বয়সের এক শিশুর গলায়
উঠলো বিয়ের মাল্য, হাতে পড়লো
ভারি চাবির গোছা। আশ্চর্যের
বিষয়, বরের বয়স তার বাবার সমান, ৩৫
বছর। অবিশ্বাস্য ঘটনাটি ভারতের
রাজস্থানের। ২৩ জুন চিতোরগড়ের
গাংরা গ্রামের এক মন্দিরে
গোপনে রতন লাল জাঠের (৩৫) সঙ্গে
বিয়ে দেওয়া হয় শিশুটিকে। রতন লাল
গাংরা গ্রাম কাউন্সিলের
নির্বাচিত একজন সদস্য। এক বিবাহিত
নারীর সঙ্গে রতন লালের সম্পর্ক ছিল।
তাই বিয়েতে ‘নাটা প্রথা’ (একজন
পুরুষ বিবাহিত কোনো নারীর সঙ্গে
সম্পর্ক রাখতে পারবেন যতদিন তিনি
তার ভরনপোষণ দেন) সম্পন্ন করা হয়।
অবিবাহিত রতন লাল গোপনে সব
রীতি-নীতি মেনে বিবাহের
পিঁড়িতে বসেন। তিনিও কনের
পরিবারের কাছ থেকে বিরাট
অংকের যৌতুক নিয়েছেন বলে খবরে
বলা হয়েছে। যদিও শিশুটির
পরিবারের যৌতুকের অর্থের পরিমাণ
প্রকাশ করেনি। তবে শেষ রক্ষা হয়নি।
পুলিশ ঠিকই খবর পেয়ে আটক করে
রতনলালকে। সেই সঙ্গে নড়েচড়ে
বসেছে স্থানীয় প্রশাসন। সদর মহকুমা
শাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি
গঠন করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত
প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া
হয়েছে কমিটিকে। গাংরার পুলিশ
পরিদর্শক জ্ঞানেন্দ্র সিং বলেন,
সামাজিক যোগাযোগ মাধ্যম ও
সংবাদমাধ্যমে বিয়ের ছবি ছড়িয়ে
পড়লে ঘটনা তদন্তে একটি দল
পাঠানো হয়। পরে সত্যতা নিশ্চিত
হলে রতনলালকে ‘বাল্যবিবাহ
প্রতিরোধ আইন-২০০৬’ এর অধীনে আটক
করা হয়। তিনি আরো জানান, বয়স
বেড়ে যাওয়ায় পাত্রী খুঁজে
পাচ্ছিলেন না রতন লাল। তাই
নিজের সম্প্রদায়ের মধ্যেই ওই
মেয়েটিকে বিয়ে করেছেন বলে
জেরার মুখে তিনি স্বীকার করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে
জানানো হয়, রাজস্থানের এই
সম্প্রদায়ের মধ্যে এ ধরনের বিয়ের
রেওয়াজ আছে। তাই প্রতিবেশিরাও
বিয়ে বন্ধের চেষ্টা করেনি।
রাজস্থানের পুলিশ জানায়,
বিয়েতে দালালি করেন ৫১ বছরের
জামুনি ভাই। এ জন্য তিনি প্রায় তিন
হাজার টাকা ঘুষ নেন। তাকে খুঁজছে
পুলিশ। শুধু এ বিয়েই নয়, গাংরায় এমন
আরো বাল্যবিয়ের ঘটকালিও তিনি
করে থাকেন। তথ্যসূত্র : মিরর।
স্বামীর বয়স ৩৫, স্ত্রীর মাত্র ৬ !ছয় বছরের শিশুর বিয়ে ।
Written By Unknown on শুক্রবার, ৩ জুলাই, ২০১৫ | ১১:৩৪ PM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন