Home » » এবারই প্রথম সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ নারী

এবারই প্রথম সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ নারী

Written By Unknown on রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ | ৫:০৬ AM

এবারই প্রথম সদর
উপজেলায় চেয়ারম্যান
পদে ২ নারী
 চাঁপাইনবাবগঞ্জ
প্রতিনিধি « আগের
সংবাদ
পরের সংবাদ»  ০৯ এপ্রিল
২০১৬, ১৬:৪৯ অপরাহ্ন
স্থানীয় সরকার
প্রতিষ্ঠানগুলোর মধ্যে
ইউনিয়ন পরিষদ অন্যতম। এই
প্রতিষ্ঠানের গুরুত্ব সিটি
কর্পোরেশন বা পৌরসভার
চেয়ে কম নয়। বলা হয়ে
থাকে ইউনিয়ন পরিষদই
তৃণমূলের জনগুরুত্বপূর্ণ
প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে
জেলায় চেয়ারম্যান পদে
এতদিন কোন নারী
নির্বাচয়ে অংশ গ্রহণ
করেননি। এবারই প্রথম
চাঁপাইনবাবগঞ্জ সদর
উপজেলায় চেয়ারম্যান পদে
২ নারী সরাসরি নির্বাচনে
অংশগ্রহণ নিচ্ছেন। তারা
হলেন- ঝিলিম ইউনিয়নে
সদর উপজেলা আওয়ামী
লীগের মহিলা বিষয়ক
সম্পাদক শিরিন আকতার
(মোটরসাইকেল) ও
শাহজাহানপুর ইউনিয়নে
মোসা. ফাতেমা
(মোটরসাইকেল) প্রতীকে
স্বতন্ত্র প্রার্থী হিসেবে
নির্বাচন করছেন। শিরিন
আকতার বর্তমানে ঝিলিম
ইউনিয়ন পরিষদের সংরক্ষিত
আসনে সদস্য হিসেবে গত ৫
বছর যাবৎ দায়িত্ব পালন
করছেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন